দৈনিকবার্তা- ঢাকা, ২০ ডিসেম্বর: সুন্দর বনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবির ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ৭ সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷শনিবার এ কমিটি গঠন করা হয় বলে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্রে জানা গেছে৷ শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানান বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান৷ সূত্র জানায়, ট্যাঙ্কার ডুবির ঘটনায় পরিবেশের বিপর্যয় ও সুন্দর বনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে এ কমিটি আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়া কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন৷তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সাবেক পানিসম্পদমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে৷ তিনি বলেন, দুই-একদিনের মধ্যে তাঁরা শ্যালা নদীতে যাবেন৷ সেখানে জীব- বৈচিত্র্যের কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা দেখে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করে প্রতিবেদন উপস্থাপন করবেন৷
শায়রুল কবির খান জানান, ২৫ ডিসেম্বরের মধ্যে ওই কমিটি দলীয় প্রধান খালেদা জিয়ার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে৷ এ ছাড়া এ ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে তদন্ত কমিটি৷তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, পরিবেশ আন্দোলনের নেতা শেখ ফরিদুল ইসলাম ও আবদুস সালাম, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং পরিবেশ সাংবাদিক ফোরামের নেতা কামরুল ইসলাম চৌধুরী৷৯ ডিসেম্বর মঙ্গলবার ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী একটি জাহাজ ডুবে যায়৷ এতে সায়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে৷ তেল ছড়িয়েয়ে পড়া এলাকাটি সরকার ঘোষিত ডলফিনের অভয়ারণ্য৷ এ ছাড়া সুন্দরবন ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য এবং জাতিসংঘ ঘোষিত বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমি৷ এছাড়া এ ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছেন কিনা তাও খতিয়ে দেখতে তদন্ত কমিটি৷ উল্লেখ্য, সমপ্রতি সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবির ঘটনার শ্যালা নদীসহ সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে৷