আগামীকাল গণসংহতি আন্দোলনের দেশব্যাপী বিৰোভ সমাবেশ

দৈনিকবার্তা-ঢাকা, ১লা ডিসেম্বর, ২০১৪: আগামীকাল ২ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার গণসংহতি আন্দোলনের উদ্যোগে গ্যাস-বিদু্যতের দাম বৃদ্ধির প্রহসনের গণশুনানি বাতিলের দাবিতে দেশব্যাপী বিৰোভ সমাবেশ অনুষ্ঠিত হবে৷ কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে আগামীকাল বেলা ৩.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে৷ কেন্দ্রীয় নেতা এডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন৷ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে৷অনুষ্ঠানটিকে সফল করতে আমরা জনগণকে এই সমাবেশে যোগদানের আহ্বান জানাই৷