1দৈনিক বার্তা : সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরার কালিগঞ্জে বন্দুকযুদ্ধে জামায়াত নেতা ও সাদপুর মাদ্রাসার সুপার আশরাফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য। বুধবার ভোরে কালিগর্ঞ্জে কুশলিয়ার ভদ্রখালি হাইস্কুল মাঠে পুলিশের সাথে জামায়াত শিবির কর্মীদের মধ্যে এ বন্দুকদ্ধুদ্ধের ঘটনা ঘটে। এদিকে আশরাফুল ইসলামের পরিবারের দাবি করেছে, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে পুলিশ তাকে হত্যা করেছে। নিহত জামায়াত নেতা ঠেকরা গ্রামের আদম আলীর ছেলে। তিনি সাদপুর দাখিল মাদরাসার সুপার ও ঠেকরা ওয়ার্ড জামায়াতের সভাপতি। পুলিশ জানায়, নাশকতার লক্ষ্যে ২০ জন জামায়াত শিবির কর্মী গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ভদ্রখালি মাঠে অভিযান চালায়। মাঠে পৌছাতেই তাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে জামায়াত শিবির কর্মীরা। পুলিশও এ সময় পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও এক ব্যক্তিকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে কুশলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মওলানা আশরাফুল ইসলাম (৪৫ )বলে শনাক্ত করেন। গুলিবিদ্ধ অবস্থায় আশরাফুল ইসলামকে কালিগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত জামায়াত নেতার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় নাশকতার কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক মহসিন তরফদার এবং কনষ্টেবল শরিফুল , জব্বার , কামাল হোসেন ও আবদুল আহাদ। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।