2দৈনিক বার্তা : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি সংসদে  নেই, আন্দোলনেও  নেই। আন্দোলন করে সরকার পতনের ক্ষমতাও দলটির নেই।সে বিবেচনায় জাতীয় পার্টি ভালো অবস্থানে রয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসের সভাকক্ষে এরশাদ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এর আগে এরশাদ রানীশংকৈল উপজেলায় তাঁর খামারবাড়ি ঘুরে দেখেন। এসময়  জেলা জাপার সভাপতি অ্যাডভোকেট আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার  ঘোষ, স্বপন  চৌধুরীসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়া ও মঞ্জুর হত্যায় তাঁকে সম্পৃক্ত করে খালেদা জিয়ার বক্তব্য সম্পর্কে এরশাদ বলেন, খালেদা জিয়ার বক্তব্যে আমি বিস্মিত হয়েছি।বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল। খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন  বেশ কয়েকবার। তখন তিনি এ প্রশ্ন তোলেননি। খালেদা জিয়ার এমন বক্তব্যের আমি নিন্দা জানাই।

এরশাদ বলেন, তিনিই (খালেদা) খুনি।গাইবান্ধায় ও কানসাটে গুলি করে মানুষ হত্যা করেছেন। গত আন্দোলনে ১৯ জন পুলিশ, ২৬ শিশুসহ ১২৫ জন মানুষ হত্যা করেছেন। বিচার আপনারই হওয়া উচিত।

তিনি বলেন, তারা (বিএনপি) সংসদে  নেই, বাহিরে নেই, আন্দোলনেও  নেই। তাদের রাজনীতি  নেই, ভবিষ্যত অন্ধকার  দেখে যা ইচ্ছে তাই বলছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদার  জেল হয়ে যেতে পারে বলেও মন্তব্য করে এরশাদ।গত  রোববার বিএনপির অনশন কর্মসূচিতে খালেদা জিয়া অভিযোগ করে বলেছিলেন, জিয়া ও মঞ্জুর হত্যায় এরশাদ জড়িত। তাঁর বিচার করতে হবে।’

এরশাদ বলেন,১৫-১৬ বছর পর কেন আমার নামে মঞ্জুর হত্যা মামলা দেওয়া হলো, তা আপনারা ভালো  বোঝেন।

এরশাদ নারায়ণগঞ্জে গুম, হত্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের মানুষ আতংকে রয়েছে। মানুষ চায় নিরাপদে থাকতে। ব্যবসা বাণিজ্য করতে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এরশাদ বলেন,দেশের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে না। গুম, হত্যা ও অপহরণ সরকারের ভালো কাজগুলোকে ম্লান করে দিয়েছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে সরকারের ভাবমূর্তি রক্ষা করতে হবে।

এর আগে সকালে এইচএম এরশাদ রানীশংকৈল উপজেলার ধর্মগড়ে নিজ খামারবাড়িতে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন।