জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিতর্ক ক্লাব রেনেসাঁ ডিবেটিং ক্লাবের উদ্যোগে “ ১ম কর্মশালা ও ক্যারিয়ার আড্ডা ২০১৬ ” অনুষ্ঠিত হয় গত ৫ অক্টোবর।
সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করেন বিভাগের চেয়াম্যান অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর জনাব মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বিভাগের শিক্ষক কামাল হোসেন, আনিসুর রহমান, আনোয়ারা আক্তার, শামসুল কবির সহ আরো অনেকে । বিতর্ক কর্মশালার শুরুতেই শুদ্ধ উচ্চারণ ও বাচন ভঙ্গি বিষয়ে প্রশিক্ষণ দেন সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক- শিল্পী রাণী দে, সংসদীয় বিতর্কের রীতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন মোঃ মামুনুর রশিদ শেখ , সাবেক সভাপতি সূর্যসেন বিতর্ক ধারা । ইংরেজী বিতর্ক রীতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন সালাউদ্দিন সাদী, সংবাদ উপস্থাপক, এস এ টি ভি। সনাতনী বিতর্কের রীতি ও কৌশল নিয়ে কথা বলেন শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ডিবেটিং সোসাইটি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যারিয়ার আড্ডায় উপস্থিত ছিলেন ৩১ তম বি সি এস এ উত্তীর্ণ টেক্স ক্যাডার সহকারী কমিশনার মো: রেজাউল করিম , উপস্থিত ছিলেন অত্র বিভাগের দুই মেধাবী ছাত্র ৩৫ তম বি সি এস এ উত্তীর্ণ শিক্ষা ক্যাডার জনাব মোহাইমিনুল ইসলাম রিয়াদ ও নাঈমুল ইসলাম বারী । ক্লাবের বিতার্কিকদের প্রীতি বিতর্ক ও কর্মশালয় অংশগ্রহন কারী শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় । “এমন আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন এবং বিতর্কে তাদের আগ্রহ দেখে সত্যি আমরা আনন্দিত” বলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান আহসানি।
“ক্যারিয়ার আড্ডায় বি সি এস সহ সফল ক্যারিয়ার এর নানা দিক সবাই কে মন্ত্রমুগ্ধের মতো অনুপ্রাণিত করেছে” বলে জানিয়েছেন রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সভাপতি আবু নাছের ভূঁইয়া ।
কাওছার,জবি।