
ধারনা করা হচ্ছে, বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন যে ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেছে আটককৃত নাজিম লাচরাউই সেই ব্যক্তি। তাকে ব্রাসেলসের আন্দেরলেখত এলাকায় আটক করা হয়।
বেলজিয়ামের গণমাধ্যমে সন্দেহভাজন দুই হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। খালিদ ও ব্রাহিম আল বাকরাউই নামের এই দুইজন পরস্পর ভাই।

বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ ও মেট্রো স্টেশনে হামলায় মঙ্গলবার ৩৪ জন নিহত হন। ওই হামলায় আরো প্রায় আড়াইশ জন আহত হয়েছেন। সূত্র: বিবিসি