দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম পরীক্ষায় ৩০৬ শিক্ষার্থী অনুপস্থিত

দৈনিকবার্তা-দিনাজপুর, ১ফেব্র“য়ারি,২০১৬ : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৮৬১ জন পরীক্ষায় অংশ নিয়েছে। সোমবারের প্রথম পরীক্ষায় ৩০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবারের পরীক্ষায় দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমসহ শিক্ষাবোর্ডের কর্মকর্তারা পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, ১ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২৫৬৮টি বিদ্যালয়ের ১ লাখ ৩৩ হাজার ৮৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১৫৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে ১৫০টি, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ২টি ও শিক্ষা বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ৪টি ঝটিকা ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকছেন।