দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি ২০১৬: নিজের ভুল শুধরিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একদিন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তিনি এ আশা প্রকাশ করেন।তিনি বলেন, খালেদা জিয়ার বাড়িতে এখন আওয়ামী লীগের সভা-সমাবেশ হচ্ছে। তার ভাতিজা জয় বাংলা স্লোগান ধরছে। আশা করি, খালেদা জিয়াও পেট্রোল বোমা ছেড়ে একদিন জেয় বাংলা স্লোগান দিবেন। সেই সাথে জয় বঙ্গবন্ধুও’ বলবেন।
তিনি বলেন, খালেদা জিয়া অস্থায়ীদের নিয়ে স্থায়ী কমিটির মিটিং ডেকেছেন। কারণ, বিএনপিতে বেগম জিয়া ও তার ছেলে তারেক রহমান ছাড়া বিএনপির সব স্থায়ী কমিটির সদস্য অস্থায়ী। অস্থায়ী কমিটির সদস্যদের এই মিটিং থেকে ওনারা সিদ্ধান্ত নিবেন সামনের ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন,পাশাপাশি বোমাবাজী ও নাশকতার পথ পরিহার করে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করবেন। তাহলে বিএনপি শক্তিশালী হবে। বিএনপির রাজনীতির পথ সুগম হবে।হাছান মাহমুদ বলেন, আমরা আশা করছি, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম এবারের সম্মেলনের মাধ্যমে ভারপ্রাপ্ত থেকে ভার মুক্ত হবেন।
সেই সঙ্গে তিনি মির্জা ফখরুলের সমালোচনা করে বলেন, ফখরুল সাহের, আপনি সংযতভাবে কথা বলুন। সাথে সাথে আগামী সম্মেলন থেকে আপনি ভারমুক্ত হোন।হাছান মাহমুদ বলেন, ফখরুল সাহের বলেছেন, আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে কবর দিয়েছে। আসলে, বিএনপিই গণতন্ত্রকে কবর দিতে চেয়েছিল এবং জানাজা পড়তে চেয়েছিল। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দিয়েছে। আলোচনা সভায় আরো বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এমএ করিম।