Gournadi Photo- 09-01-2016

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৯ জানুয়ারি ২০১৬: বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তারা শুক্রবার রাতে বরিশাল অঞ্চলের রাজনৈতিক অভিভাবক, বরিশাল-১ আসনের জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র সাথে তার শেরালস্থ বাস ভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে প্রেসক্লাবের সাত সদস্যের কার্যকরী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাগন শুক্রবার রাত সাড়ে ৮টায় আগৈলঝাড়া উপজেলার শেরালস্থ বাসভবনে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র সাথে এ ফুলের শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মোঃ আহছান উল্লাহ্, প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সহ সভাপতি বিশ্বজিত সরকার বিপ্ল¬ব, সহ সম্পাদক এম আলম, দপ্তর সম্পাদক আমিন মোল্লা, প্রচার সম্পাদক আমিনা আকতার সোমা প্রমুখ।শুভেচ্ছা বিনিময়কালে গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাগন ক্লাবের নতুন ভবন তৈরীতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র সহযোগীতা চাইলে তিনি অতি শিগ্রই গৌরনদী প্রেসক্লাবের জন্য একটি তিনতলা নিজস্ব ভবন তৈরী করে দেয়ার আশ্বাস দেন।উল্লেখ্য, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ইতোপূর্বে গৌরনদী প্রেসক্লাবের নিজস্ব ভবন তৈরীর জন্য গৌরনদী অডিটরিয়াম ও শহীদ স্মৃতি পাঠাগারের মাঝামাঝি স্থানের একখন্ড জমি গৌরনদী প্রেসক্লাবকে দান করেছেন। ওই জমিতেই নতুন তিনতলা ভবন নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে।