11হাসিব রহমান/দৈনিক বার্তা: ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহামেদ বলেছেন, অচিরেই ভোলার নদী ভাঙ্গন রোধসহ বিদ্যুৎ সমস্য সমাধান হবে। বর্ষা শুরুর আগেই ভোলায় বেড়ী বাঁধ নির্মানের কাজ শেষ হবে। ভাঙ্গন রোধে টাকার বরাদ্ধ হয়ে গেছে। নেদারল্যান্ডের ওরিয়র প্রকল্পের কাজ শেষ হলে চির দিরে জন্য ভোলার নদী ভাঙ্গন রোধ হবে। মন্ত্রী এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন এ বছর যেন আর জোয়ারের পানিতে মানুষ কষ্ট না পায়। তাই দ্রুত বাধ নির্মানের কাজ শেষ করার জন্য নির্দেশ দেন।  আগামী ২৫ এপ্রিলের মধ্যে বিকল হওয়ায় গ্যাস ভিত্তিক রেন্টাল প্লান্ট চালু হবে। তিনি বলেন,ভোলাকে আমি মনের মতো করে সাজাবো।
ভোলা গাজিুর রোডস্থ বানিজ্য মন্ত্রীর বাসভবনে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন,সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন,সম্পাদক নজরুল ইসলাম গোলদার,ভোলা পৌর মেয়র মোঃমনিরুজ্জামান মনির,্ এ্যাডভোকেট জুলফিকার আহমেদ প্রমুখ। সভার শুরুতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। কয়েক মাস পর  বানিজ্য মন্ত্রী তোফায়েল আহামেদ শুক্রবার সকালে এক দিনের সংক্ষিপ্ত হেলিকপ্টার যোগে ভোলা সফরে আসেন এবং বিকালে ভোলা ত্যাগ করেন।