দৈনিক বার্তা:Hasan Mahmudবিএনপি তিস্তা অভিমুখে লংমার্চের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, নৈরাজ্য করলে কাউকে ছাড় দেয়া হবে না।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হাছান মাহমুদ বলেন, জনগণ ও দেশবাসীর জানমাল রক্ষার জন্য সরকার সর্বদা সচেষ্ট থাকবে। কোনো ধরনের নৈরাজ্য সরকার বরদাস্ত করবে না।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, যে দলের নেত্রী দিল্লিতে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাইতে পারেননি, এখন তিনি তিস্তার পানির ন্যায্য হিস্যা চান।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, সম্প্রতি মির্জা ফখরুল এক জনসভায় বলেছেন, সবাইকে তারেক রহমানের মতো পড়ালেখা করতে হবে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা যদি তারেকের মতো পড়ালেখা করি তবে শহরে পড়ালেখা করে গ্রামের স্কুলে গিয়ে নকল করে পাশ করতে হবে। কারণ তারেক কোনো পড়ালেখা করেনি।”

তিনি বলেন, কর্নেল অলি আহমদ এক নিবন্ধে লিখেছিলেন, স্বাধীনতার ঘোষণা পাঠ করার কথা ছিল তার। কিন্তু তিনি নিজে না করে তার সিনিয়র জিয়াউর রহমানকে দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করিয়েছেন।

সংগঠনের উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাজী সেলিম, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া।