130310_1-1

দৈনিকবার্তা-ঢাকা, ০২ জানুয়ারি ২০১৬: সৌদি আরব ও এর প্রতিবেশি রাষ্ট্রগুলোয় বিভিন্ন সন্ত্রাসী হামলা ও হামলার পরিকল্পনাকারী ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। এদের মধ্যে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরও রয়েছেন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও হামলার চেষ্টায় জড়িত ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ডে দণ্ডিতদের বেশিরভাগই ২০০৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে সৌদি আরবে ও এর প্রতিবেশি দেশগুলোয় আল-কায়েদার বিভিন্ন হামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাদের বেশিরভাগই সৌদি আরবের নাগরিক বলেও বিবৃতিতে জানানো হয়।শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমর ২০১১ সালে আরব বসন্তে নেতৃত্ব দেওয়া শীর্ষ ব্যক্তিদের একজন। সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড পাপ্ত ৪৭ জনের মধ্যে শেখ নিমর অন্যতম ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে যে ব্যাপক সরকার-বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল তার পক্ষে জোরালো সমর্থন প্রকাশ করেছিলেন শেখ নিমর।দুই বছর আগে গ্রেপ্তারের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি, এতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল।

নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে আগেই হুঁশিয়ারি জানিয়ে ইরান বলেছে, নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সৌদি আরবকে বড় ধরনের খেসারত দিতে হবে।নিমর ছাড়া অন্য যে ৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের অধিকাংশই ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদি আরবে আল কায়েদার চালানো ধারাবাহিক হামলার সঙ্গে জড়িত ছিলেন।