Tofiel_sm_645325168

দৈনিকবার্তা-ঢাকা, ২১ অক্টোবর ২০১৫: দু’টি ছাড়া বাকি সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া সত্ত্বেও অশুল্ক বাধার কারণে ভারতে আশানুরূপ রফতানি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷ বুধবার দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি৷ তোফায়েল আহমেদ বলেন, ভারতের বাজারে বাংলাদেশের প্রায় ৬ হাজার পণ্য শুল্কমুক্ত রফতানি সুবিধা পায়৷ কিন্তু দেশটিতে বাংলাদেশের রফতানির প্রবৃদ্ধি ১২ শতাংশ৷ এর থেকেও বেশি রফতানির প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব৷ অশুল্ক জটিলতার কারণেই ভারতে বাংলাদেশ আশানুরূপ রফতানি করতে পারছে না৷ বর্তমানে ভারতের বাজারে বাংলাদেশ প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করে৷ আমরা ভারত সরকারের সাথে কথা বলছি যেন অতি দ্রুত এই সমস্যার সমাধান করা যায়৷

২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ রফতানিতে এগিয়ে যাচ্ছে৷ পোশাক শিল্পে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো৷ বর্তমানের তুলনায় বাংলাদেশ পোশাক রফতানিতে আর ২০ শতাংশ এগিয়ে গলেও দেশ কোথায় পৌঁছাবে তা হয়তো অনেকে ভাবতেই পারছেন না৷ দেশকে এগিয়ে নিতে সবাইকে এক সাথে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি৷

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব হেদায়াতুল্লাহ আল মামুন৷ তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে৷ বাংলাদেশের বাণিজ্য সমপ্রসারণে কাজ চলছে৷ এসব বিষয়ে বিভিন্ন ধাপে কার্যক্রম পরিচালনা করছি৷ ২০২১ ভিশন বাস্তবায়ন খুব বেশি দূরে নয়৷