দৈনিকবার্তা-ঢাকা, ১৯ অক্টোবর ২০১৫: মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুটি মানহানি মামলা করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন।সোমবার প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন।গ্রামীণ ফোনের আইনজীবী তানজিম আল ইসলাম জানান, দুপুরে বিচারক শাহাদাত হোসেনের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।তিনি বলেন, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে বিভিন্ন তারিখে ওই দুটি সংবাদ মাধ্যম গ্রামীণফোনের বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
একটি মামলায় যমুনা গ্র“পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ছেলে যমুনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, প্রতিবেদক সীমা ভৌমিক ও মাসুদুজ্জামান রবিনকে বিবাদী করা হয়েছে।অন্য মামলার বিবাদী করা হয়েছে নুরুল ইসলাম বাবুলের স্ত্রী যুগান্তরের প্রকাশক সাংসদ সালমা ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ, রিপোর্টার মুজিব মাসুদ, মনির হোসেন ও যমুনা প্রিন্টিং প্রেসকে।