দৈনিকবার্তা-মংলা, ২২ সেপ্টেম্বর ২০১৫: চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)৷ এছাড়া মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ২ শতাংশ হতে পারে বলেও জানিয়েছে ঋণদাতা এই প্রতিষ্ঠানটি৷ মঙ্গলবার এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান৷
রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে এশিয়ানডেভেলপমেন্ট আউটলুক-২০১৫ আপডেট শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়৷প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি প্রশংসনীয় দৃঢ়তা দেখিয়ে প্রতিবছর গড়ে ৬.২ শতাংশ হারে বেড়েছে৷ গত পাঁচবছরে এই হার ছিল গড়ে ৬.৩ শতাংশ৷সরকার চলতি অর্থবছরের বাজেটে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে, যেখানে গত অর্থবছরের অর্জন ছিল ৬.৫১ শতাংশ৷ গত জুন মাসে ওয়াশিংটন থেকে প্রকাশিত বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক অনিশ্চয়তা ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির গতি শ্লথ করে দিতে পারে৷ সেক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ ছাড়াবে না৷এডিবি বলছে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় এবং সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাড়ায় ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের পক্ষে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব৷অর্থনীতির হাল হকিকত নিয়ে এডিবির বার্ষিক প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৫ প্রতিবেদনে এই পূর্বাভাস এসেছে৷
এডিবির ঢাকা কার্যালয়ে সংস্থার প্রধান অর্থনীতিবিদ মো. পারভেজ ইমদাদ এ প্রতিবেদনের বিভিন্ন দিক তুল ধরেন৷ তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি প্রশংসনীয় দৃঢ়তা দেখিয়ে প্রতিবছর গড়ে ৬.২ শতাংশ হারে বেড়েছে৷ গত পাঁচবছরে এই হার ছিল গড়ে ৬.৩ শতাংশ৷সরকার চলতি অর্থবছরের বাজেটে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে, যেখানে গত অর্থবছরের অর্জন ছিল ৬.৫১ শতাংশ৷