দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৫: কানাডার রক্ষণশীল সরকার শনিবার বলেছে, অভিবাসন আবেদন প্রক্রিয়া সহজতর ও দ্রুত করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ১০ হাজার সিরীয় শরণার্থী নেয়া হবে৷অভিবাসন ও নাগরিকত্ব মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শরণার্থীদের জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে প্রমাণ করতে হবে না যে তারা শরণার্থী এবং ভিসা কর্মকর্তারা তাদেরকে এটা প্রমাণ করতেও বলবেন না৷ এর পরিবর্তে সংঘর্ষের কারণে পালিয়ে আসা লোকজনকে শরণার্থী হিসেবে গণ্য করা হবে৷ ফলে গোটা প্রক্রিয়া দ্রুত হবে৷
বিবৃতিতে বলা হয়েছে, কানাডা ১০ হাজার সিরীয় শরণার্থী নেয়ার যে অঙ্গীকার করেছিল তা পরিকল্পিত সময়সীমার ১৫ মাস আগেই ২০১৬ সালের সেপ্টেম্বরের মধ্য পূরণ করা হবে৷ এছাড়া ২৩ হাজার ইরাকি শরণার্থী নেয়ার যে অঙ্গীকার কানাডা করেছিল তা চলতি বছরের শেষ নাগাদের মধ্যেই পূরণ করা হবে৷ভিসা কর্মকর্তারা নিরাপত্তা, অপরাধের বিষয় ও মেডিকেল চেকআপের ওপর গুরুত্ব দেবে৷
অভিবাসন মন্ত্রী ক্রিস আলেকজান্ডার বলেন, শরণার্থীদের আবেদন প্রক্রিয়াকরণ করতে আগামী কয়েকদিন ও সপ্তাহের মধ্যে আরো কর্মী নিয়োগ দেয়া হবে৷ভূমধ্যসাগর হয়ে ইউরোপগামী সিরীয় শরণার্থীদের সাহায্য করতে ধীর পদক্ষেপের জন্য গত কয়েক সপ্তাহ ধরে কানাডার ক্ষমতাসীন রক্ষণশীল দলের সমালোচনা হচ্ছে৷বিরোধী দলগুলো অঙ্গীকার করেছে, আগামী ১৯ অক্টোবরের নির্বাচনে তারা ক্ষমতায় এলে সিরীয় শরণার্থীদের জন্য আরো উদার নীতি গ্রহণ করা হবে৷