bp149-500x296

দৈনিকবার্তা-মাদারীপুর, ১২ সেপ্টেম্বর ২০১৫: নৌপরিবহন মন্ত্রী শাহাজান খান বলেছেন, আসন্ন ঈদে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথে কোন সমস্যা হবে না। তিনি শনিবার সকালে মাদারীপুর নতুন শহরে প্রত্যাশা প্রাইভেট হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।নৌপরিবহন মন্ত্রী বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া নদীতে ¯্রােতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তিনি বলেন, চায়না কোম্পানির ড্রেজার দিয়ে খনন কাজ শেষ হলে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট চালু হবে। তবে, বিকল্প নৌরুট হিসেবে শরিয়তপুরের পালেরচর মঙ্গলমাঝি নৌরুট দিয়ে শিমুলিয়া ঘাটে পরীক্ষামূলকভাবে ২টি ফেরি চলাচল করছে।মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, সিভিল সার্জন দিলীপ কুমান দাস, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির এবং মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।