Gournadi Photo 08-09-15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৮ সেপ্টেম্বর ২০১৫: যৌণ হয়রানি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে ওপেন হাউজ ডে করেছেন জেলা পুলিশ সুপার এস.এম আক্তার উজ্জামান। কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মঙ্গলবার সকালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ।প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার মো. নাঈম আহম্মেদ, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারি কমিশনার ভূমি তানিয়া আফরোজ, উপজেলা আ’লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার। বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন, হাইওয়ে থানার ওসি মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আ’লীগ নেতা আবু সাঈদ নান্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, শিক্ষক মো. বাদশা মিয়া, শিক্ষার্থী লামিয়া আক্তার, তহিদুল ইসলাম প্রমূখ।