150903091858_singapore_migrant_worker_cricket_640x360_bbc_nocredit

দৈনিকবার্তা-ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০১৫: অভিবাসী শ্রমিকদের একটি ক্রিকেট ম্যাচ অভিবাসী শ্রমিকদের একটি ক্রিকেট ম্যাচ লাখ লাখ বিদেশী নির্মাণ শ্রমিকের আবাসস্থল সিঙ্গাপুর। এসব শ্রমিকের একটা বড় অংশই এসেছে ক্রিকেট পাগল বাংলাদেশ ও ভারত থেকে।আর সেখানেই অভিবাসী শ্রমিকদের একটি ক্রিকেট লীগ হচ্ছে। এই লীগে খেলছে বাংলাদেশী অভিবাসীদের নিড়ে গড়া ক্রিকেট দলও। খবর বিবিসি বাংলার।এই শ্রমিকরা দিনের বেশীরভাগ সময় কাজ করেন এবং মাস শেষে ৮০০ মার্কিন ডলারেরও কম রোজগার করতে পারেন, যার অধিকাংশই তারা দেশে পরিবার পরিজনের কাছে পাঠিয়ে দেন।সিঙ্গাপুরে থাকা বাংলাদেশী শ্রমিকদের একটি সংগঠন কেপিকেবি। চলমান এই ক্রিকেট টুর্নামেন্টে এই সংগঠনটি থেকে তিনটি দল অংশ নিচ্ছে। পুরো টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা চল্লিশ।দলের প্রেসিডেন্ট এবং টিম ম্যানেজার জহির ইসলাম বলছেন, প্রবাসের জীবনে এটাই তাদের সেরা বিনোদন।

সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা সারিকা প্রসাদ বলছেন, এই টুর্নামেন্টে ক্রিকেটীয় কোনো নিয়ম-নীতির ধার ধারছে না কেউ, স্রেফ আনন্দ করবার জন্যই যেন তারা খেলছে।অবশ্য প্রচলিত ক্রিকেটের তুলনায় তাদের খেলার ধরণ কিছুটা আলাদা। এই ক্রিকেটের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দল আট ওভার ব্যাট করতে পারবে। একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবে। খেলা হচ্ছে আঠালো টেপে মোড়া টেনিস বল দিয়ে। বলটি খুব শক্ত নয়, ফলে মারাত্মক আঘাত লাগার কোনো আশঙ্কা নেই। কেপিকেবি এ দল হেরে গেছে। ফলে কোয়ার্টার ফাইনাল দিয়েই শেষ হয়ে গেল বাংলাদেশী অভিবাসীদের এবারের ক্রিকেট মৌসুম।অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে খুব বেশী সময় অপেক্ষা করতে হবে না। কারণ কয়েক মাস বাদেই শুরু হচ্ছে তাদের পরবর্তী মৌসুম।