Fish-Hilsha-

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ আগস্ট ২০১৫: প্রজনন মৌসুমে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ থাকবে।ইলিশ মাছের উৎপাদন বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে ইলিশ সংরক্ষণ বিষয়ে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, এই সময় সংশ্লিষ্ট এলাকার জেলেদের রেশন হিসেবে চাল দেওয়া হবে।তিনি বলেন, সারাদেশে বর্তমানে ৩৫ লাখ ৪৮ হাজার টন ইলিশ মাছ উৎপাদন হয়। কিন্তু এর বিপরীতে চাহিদা রয়েছে ৪২ লাখ টন। প্রতিবছর দেশে এক লাখ টনেরও বেশি মাছ উৎপাদন বাড়ছে । খুব শিগগিরই আমরা মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানান,এ সময়ে ইলিশ ধরলে বা বিক্রি করলে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা হতে পারে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগে আশ্বিনী পূর্ণিমার দিন এবং এর আগে-পরের পাঁচদিন করে মোট ১১ দিনকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে ওই সময় ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হত। এবার এর মেয়াদ আরও চারদিন বাড়ানো হয়েছে।মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিছুর রহমান বলেন, আগে ইলিশ ধরা ১১ দিন নিষিদ্ধ থাকলেও মা ইলিশ সমুদ্রে ফিরে যাওয়ার সময় ধরা পড়ত। তাই এবার আশ্বিনী পূর্ণিমার দিন, পূর্ণিমার আগের তিন দিন এবং পরের ১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।