DSC_7802

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ আগস্ট ২০১৫: ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগ রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল মোঃ ইব্রাহিম খলিল ওরফে ফয়সাল, মোঃ আব্দুল জলিল সিকদার, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাহিদ হাসান।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ ইব্রাহিম খলিল জানায়, সে বর্তমান আইজিপি মহোদয়ের চাচাত ভাই, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিবের ঘনিষ্ঠ আত্মীয়, কখনও সাংবাদিক, কখনও ছাত্রলীগ নেতা ইত্যাদি পরিচয় বাংলাদেশ পুলিশের এসআই, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, অফিস সহকারীসহ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এমএলএসএস পদে বিভিন্ন জনকে নিয়োগের প্রলোভন দেখাত।

মোঃ আব্দুল জলিল সিকদার নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসেবে পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক ও অফিস সহকারী পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থের মাধ্যমে ভূয়া নিয়োগপত্র প্রদান করত। মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাহিদ হাসান খলিল ও জলিলের সহযোগী হিসেবে কাজ করে থাকে।এভাবে এই প্রতারক চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চাকরির প্রলোভন দেখিয়ে ভূয়া নিয়োগপত্রের মাধ্যমে এ যাবৎ মোট ৬৭ লক্ষ টাকা আত্মসাত করে।