দৈনিকবার্তা-ঢাকা, ২৩ আগস্ট: নাটকীয়ভাবে গল টেস্ট জিতে কিংবদন্তী ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার বিদায়ী সিরিজের রুুটা দারুণভাবে করেছিলে শ্রীলংকা। তাই সাঙ্গাকারার বিদায়ী টেস্টেও তেমন কিছু দেয়ার লক্ষ্য নিয়ে কলম্বোতে লড়াই শুরু করে লংকানরা। কিন্তু কলম্বোতে চতুর্থদিন শেষে শক্ত অবস্থানে থেকে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে ভারত। টিম ইন্ডিয়ার ছুঁড়ে দেয়া ৪১৩ রানের জবাবে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৭২ রান করেছে শ্রীলংকা। ম্যাচ জয়ের জন্য পঞ্চম দিনে ভারতের প্রয়োজন ৮ উইকেট। আর লংকানদের দরকার ৩৪১ রান।
প্রথম ইনিংস থেকে পাওয়া ৮৭ রানের লিডটা তৃতীয় দিন শেষে ১৫৭ রানে নিয়ে গিয়েছিলো ভারত। কারণ দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৭০ রান তুলেছিলো টিম ইন্ডিয়া। তাতেই আভাস ছিলো শ্রীলংকার সামনে বড় টার্গেট দিতে যাচ্ছে বিরাট কোহলির দল।শেষ পর্যন্ত প্রতিপক্ষকে বড় টার্গেটই দিয়েছে ভারত। তবে এটি সম্ভব হয়েছে দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের দুর্দান্ত এক সেঞ্চুরি ও ওপেনার মুরালি বিজয়ের ৮২ রানের কল্যাণে।
২৮ রান নিয়ে দিন শুরু করে শ্রীলংকার বোলারদের উপর চাপ সৃষ্টি করেই খেলেন রাহানে। ফলে লাঞ্চের আগে হাফ-সেঞ্চুরি পেয়ে যান তিনি। আর লাঞ্চের পর ক্যারিয়ারে চতুর্থবারের মত সেঞ্চুরির স্বাদ নেন রাহানে। এই চারটি সেঞ্চুরির সবক’টিই রাহানে করেছেন বিদেশের মাটিতে। অবশ্য দেশের মাটিতে মাত্র ১টি টেস্ট খেলেছেন তিনি।
বিদেশের মাটিতে নিজের ১৬তম ম্যাচে শেষ পর্যন্ত ১২৬ রান করেন রাহানে। তার ২৪৩ বলের ইনিংসে ১০টি চারের মার ছিলো। রাহানের বিদায়ের বেশ আগেই আউট হয়েছেন বিজয়। ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে ১৩৩ বলে ৮২ রানের মূল্যবান ইনিংস খেলেন বিজয়। তার ৪টি চার ও ২টি ছক্কা ছিলো। শেষদিকে রোহিত শর্মার ৩৪ ও রবীচন্দ্রন অশ্বিনের ১৯ রানে ৮ উইকেটে ৩২৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে ৪১৩ রানের বিশাল টার্গেট পায় শ্রীলংকা।সেই লক্ষ্যে খেলতে নেমে দিনে তৃতীয় ওভারের চতুর্থ বলে কৌশল সিলভাকে হারায় শ্রীলংকা। মাত্র ১ রান করে অশ্বিনের প্রথম শিকার হন সিলভা। এরপর ক্রিজে আসেন সাঙ্গাকারা। নিজের প্রথম বলেই অশ্বিনকে ডাউন দ্য উইকেটে খেলেন সাঙ্গা। ফলে ঐ বল থেকে ২ রান পান তিনি। আর নিজের তৃতীয় বলে দারুন এক শটে বাউন্ডারি হাঁকান সাঙ্গা।
এরপর আরও দু’বার মাটির স্পর্শে বলকে সীমানা ছাড়া করেন সাঙ্গাকারা। তাতেই ১৮ রানে পৌছে যান তিনি। আর ঐ রানেই থমকে যায় সাঙ্গাকারার ক্যারিয়ারের শেষ ইনিংসটি। শ্রীলংকার ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে ভারতের অশ্বিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১৮ রানে বিদায় নেন সাঙ্গা।সাঙ্গাকারার বিদায়ের পর দিমুথ করুনারতেœর সঙ্গী হন অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। দিনের বাকী সময়টা কোন বিপদ ছাড়াই শেষ করেন করুনারতেœ ও ম্যাথুজ। করুনারতেœ ২৫ ও ম্যাথুজ ২৩ রানে অপরাজিত আছেন।