দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জুলাই: চতুর্থ দিনের মত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলাও বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির দাপট অব্যাহত থাকায় পঞ্চম দিন শনিবার বেলা ১২টায় ম্যাচের আম্পায়ার ও রেফারিরা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি ম্যাচটি ড্র ঘোষণা করেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ম্যাচ ড্র করলো টাইগাররা। আর এটিসহ মোট ১৪টি ম্যাচে ড্র’র স্বাদ পেয়েছে বাংলাদেশ।চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম দিন বৃষ্টির প্রভাব না থাকলেও, দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে খেলা হয় ৬৫ ওভার।
দ্বিতীয় দিনের মত তৃতীয় দিনেও বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছে কিছুটা। ফলে ওইদিন খেলা হয় ৭০ দশমিক ২ বল। তবে চতুর্থ দিনে ভারী বৃষ্টিপাত ছিলো দিনভর। ফলে পরিত্যক্ত হয়েছিলো চতুর্থ দিনের খেলা।বৃষ্টির তেজ অব্যাহত ছিলো ম্যাচের পঞ্চম দিনের ভোর থেকে। ফলে বাধ্য হয়েই পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের আম্পায়ার ও রেফারি। সেই সাথে ম্যাচটি ড্রও ঘোষণা করেন তারা।বৃষ্টিবিঘিœত এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। অভিষেক ম্যাচ খেলতে নামা মুস্তাফিজুর প্রথম ইনিংসে ৩৭ রান ৪ উইকেট শিকার করেন।
প্রথম টেস্ট ড্র হওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজে কেউই এগিয়ে যেতে পারলো না।আগামী ৩০ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।এদিকে, ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ১৭ রানে এগিয়ে ছিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ৭৮ রানের লিড পায় টাইগাররা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৬১ রান তুলে প্রোটিয়াসরা। অবিরাম বৃষ্টির ফলে চট্টগ্রাম টেস্টে চতুর্থ ও পঞ্চম দিনে খেলা পরিত্যক্ত হয়েছে।
ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ড্র’র স্বাদ পায় বাংলাদেশ। তবে প্রথম তিন দিন খেলা হয়েছে মোট ২২১ ওভার। আর এই সময়ে বেশিরভাগ সেশনেই আধিপত্য বিস্তার করে খেলেছে টাইগাররা। টেস্ট র্যাংকিং-এর এক নম্বর দলের বিপক্ষে ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশের খেলোয়াড়রা। এজন্য ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থদের প্রশংসাই করলেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।
আইসিসি টেস্ট র্যাংকিং-এ এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান নবম। এমন চিত্র নিয়ে চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামে দু’দল। কিন্তু চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামনে বল হাতে গর্জে উঠে বাংলাদেশের বোলাররা। ফলে প্রথম ইনিংসেই ২৪৮ রানে গুটিয়ে যায় টাইগাররা।
এরপর নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে ব্যাটিং ক্যারিশমা দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং-এ ৩২৬ রানে অলআউট হয় টাইগাররা। ফলে প্রথম ইনিংস থেকে ৭৮ রানে লিড পায় স্বাগতিকরা। আর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রান তুলে তৃতীয় দিন শেষ করে প্রোটিয়াসরা। তবে চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ম্যাচটি ড্র’ই হয়। কিন্তু টেস্টের যে তিনদিন খেলা হয়েছে, তাতে আধিপত্য বিস্তার করেই খেলেছে বাংলাদেশ।
তাই বাংলাদেশের এমন পারফরমেন্সে সতীর্থদের প্রশংসাই করলেন টাইগার দলপতি মুশফিকুর রহিম, এ ম্যাচ থেকে আমরা ইতিবাচক অনেক কিছু পেয়েছি। আমরা প্রতিপক্ষকে অলআউট করেছি। এরপর আমরা লিডও নিয়েছি।ম্যাচে লিটন ও মুস্তাফিজুর দারুন পারফর্ম করেছে। সাথে সাকিব ও মাহমুদুল্লাহও। তবে ভালো বল করে উইকেট শিকার করতে পারেনি শহীদ। মুস্তাফিজুর দুর্দান্ত পারফর্ম করেছে। টেস্টের এক নম্বর দলের বিপক্ষে আমরা ভালো খেলেছি এটা বলাই যায়।