Shibchar-Kawrakandi-ghat-1

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ২৪ জুলাই ২০১৫: মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটের কে-টাইপ ফেরি ফরিদপুর এর তলায় ফাটল অল্পের জন্য রক্ষা পেল ২৫ টি ছোট বড় গাড়ি ও ৪ শতাধিক যাত্রী। ফেরিটি কাওড়াকান্দি থেকে শিমুলিয়ায় আসছিল। বিকেল সাড়ে ৫ টা কে-টাইপ ফেরি ফরিদপুর শিমুলিয়া ঘাটের কাছাকাছি পৌছঁলে তলায় ফাটল দেখা দেয় ও ভিতরে পানি প্রবেশ করতে থাকে। এতে যাত্রীদের হুরো হুরিতে বেশ কয়েকজন আহত হয়। তবে নিরাপদে শিমুলিয়া ঘাটে ফেরিটি নোঙর করে।এ ব্যাপারে শিমুলিয়া বিআইডব্লিউটিসির ডিজিএম এস এম আশিকুজ্জামান জানান, সামান্য ফাটল দিয়ে ভিতরে পানি প্রবেশ করেছিল। সমস্যা হয় নাই, ভালভাবে ঘাটে ভীরতে পেরেছে। আমরা কে-টাইপ ফরিদপুর ফেরিটি রিপেয়ারিং এর ব্যাবস্থা করছি।