দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল) গৌরনদী, ০৫ জুলাই ২০১৫: গৌরনদী উপজেলার বিএনপির সদস্য ও বাটাজোর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মোঃ হাফিজ হাওলাদার (৫৫) লিভার ক্যান্সারে আক্রা হয়ে গত শনিবার সন্ধ্যা সারে ৭টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নাহি….রাজিউন)৷ তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন৷ গতকাল রবিবার বাটাজোর গ্রামে পরিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে৷ তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-১ আসনের সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ শাহ আলম খান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান ও বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সভাপতি শরীফ স্বপন, সাধারন সম্পাদক রফিক চোকদার, পৌর যুবদলের সভাপতি নান্না খান, সাধারন সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোঃ জামাল হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান সেকেন্দার মৃধা, তাইফুর রহমান কচি, মোঃ ফকরুল মিয়াসহ গৌরনদী উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন৷