Noman

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জুন: বিএনপি দল পুনর্গঠনে ব্যস্ত উল্ল্যেখ করে দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। এই ইস্যুতে আমাদের আন্দোলন করার কথা থাকলেও আমরা তাও করছি না। এখন আমরা দলকে শক্তিশালী ও পুনর্গঠন করতে ব্যস্ত রয়েছি।শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী ও ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর প্রত্যাশা ও প্রাপ্তি শিরোনামে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী বন্ধু দল এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এখনও তিস্তার পানি পাইনি। তিস্তার পানি থেকে বঞ্চিত রয়েছি। তিস্তার পানি বণ্টন না করে ফেনী নদীর কথা বলা হচ্ছে। কিন্তু তিস্তার সঙ্গে এ নদীর সর্ম্পক নেই। আগে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পন্ন করতে হবে।নোমান বলেন, নরেন্দ্র মোদির সফরের আগে কুমিল্লায় পেট্রোল বোমা মেরে তাকে সরকার বোঝাতে চেয়েছেন বিএনপি-জামায়াত সহিংসতা করছে। কিন্তু বিএনপি এখন আন্দোলনে নেই। তারপরও সরকার কয়েকদিন পরপর এভাবে হামলা করে বিএনপি- জামায়াতের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।আর বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র করছে, অভিযোগ করেন তিনি।দেশে আইনের শাসন নেই উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান বলেন, দেশের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইনের শাসন কায়েম হচ্ছে না।

গত ১০দিনে দশটি শিশুকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগই আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ যে যার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দখল বাণিজ্য করছে। প্রশাসনে দলীয়করণের কারণে এধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয়েছে সরকার, যোগ করেন এই বিএনপি নেতা।সরকারের ফ্যাসিবাদী কায়দায় নির্যাতনের শিকার বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঘর ছাড়া হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।সম্প্রতি সম্পাদিত চুক্তিগুলো ভারতের পক্ষে অভিযোগ করে বিএনপি নেতা নোমান বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যে ২২টি চুক্তি হয়েছে তার সার্বজনীন আলোচনা চায় না সরকার। যেসব চুক্তি হয়েছে তা সবই ভারতের পক্ষে।তবে আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে আলোচনা করে বাস্তবায়ন কতৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করলে বাংলাদেশ এর সুফল পেতে পারে, যোগ করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি শরীফ মোস্তফাজামান লিটুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান সরদার প্রমুখ বক্তব্য দেন।