national-university_22908

দৈনিকবার্তা-গাজীপুর, ১ জুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কলেজসমূহকে তাদের শিক্ষা, পরীক্ষা ও অধিভুক্তি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে এখন আর বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে আসতে হবে না। সোমবার থেকে অনলাইনের মাধ্যমে তারা সকল সেবা নিতে পারবেন। শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন, ভর্তি বাতিল, রেজিস্ট্রেশন কার্ড সংশোধন, দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন, প্রবেশপত্র সংশোধন, দ্বি-নকল প্রবেশপত্র উত্তোলন ও নতুন কলেজের অধিভুক্তি, অধিভুক্ত কলেজের নবায়নসহ সকল কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এই সেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.nu.edu.bdএর Service মেনু থেকে পাওয়া যাবে।