An Indian man shields his face from the heat as drives his scooter in Hyderabad on

দৈনিকবার্তা-ঢাকা,২৬মে :  ভারতে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এরইমধ্যে গত কয়েকদিনে তীব্র গরমে প্রানহানির সংখ্যা সাড়ে ৮০০ ছাড়িয়েছে। শুধুমাত্র সোমবারেই অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় মারা গেছেন প্রায় ১শ’ মানুষ।গত ১৩ মে থেকে অন্ধ্র প্রদেশে গরমে মারা গেছেন সাড়ে ৫০০ বেশি মানুষ। তবে বেশিরভাগ প্রাণহানি গত চারদিনে হয়েছে বলে জানিয়েছে রাজ্যে সিনিয়র সরকারী কর্মকর্তা।এছাড়া, তেলেঙ্গানার মারা গেছেন প্রায় ২০০ জন।এছাড়া উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে গরমে ৩৬ জন মারা গেছেন। তীব্র তাপদাহে পুড়ছে ভারত। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি।সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাপদাহে দেশটিতে সাড়ে ৮শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।শুধু অন্ধ্র প্রদেশেই সাড়ে পাঁচশ’ মানুষের প্রাণহানির খবর জানা গেছে। প্রাণহানির সংখ্যায় এরপরই রয়েছে তেলেঙ্গানা রাজ্য।

এদিকে, শ্রমিকসহ জনসাধারণকে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে কোনো ধরনের কাজে বের না হতে(জরুরি প্রয়োজন ছাড়া) সর্তকতা জারি করেছে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য সরকার।জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে না থাকতে, বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে ও সানস্ট্রোকের কোনো সম্ভাবনা দেখামাত্র নিকটবর্তী স্থানীয় হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

তেলেঙ্গানার আদিলাবাদ, নিজামাবাদ, করিমনগর, মেদাক, বারঙ্গল, খাম্মাম, রঙ্গারেড্ডি, হায়দরাবাদ, নালগোনদা ও মাহবুবনগর জেলা থেকে, আর অন্ধ্র প্রদেশের পূর্ব গোড়াবাড়ি, পশ্চিম গোড়াবাড়ি, কৃষ্ণ, গুন্তুর, প্রকাশম, নেলোর, চিত্তর, কাদাপা ও কুর্নুল জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।অন্ধ্র প্রদেশের নেলোরে, প্রকাশম, বিজয়নগরম, কৃষ্ণা, কাদপা, পশ্চিম গোদাবরি, গুনতুর, বিশখাপত্মম, শ্রিককুলাম ও অনন্তপুর, চিত্তোর ও কুর্নল থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।