632802142ec0c4d203bcb2f49d482b08-6_268539

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ২৪ মে: অবশেষে নতুন ভিসি পেল ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের শিক্ষক অধ্যাপক আলী আকবরকে চার বছরের জন্য নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন পেতে বেশ কিছু সমস্যা হচ্ছিল।

গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল হক পদত্যাগ করেন। গত মঙ্গলবার এই পদত্যাগপত্র শিক্ষা সচিবের কাছে জমা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।রফিকুল হক পদত্যাগ করায় বেশ কিছুদিন ধরে উপাচার্যের পদটি শূন্য ছিল।