দৈনিকবার্তা-ঢাকা, ২০ মে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দেশের ২৯টি শ্রম কল্যাণ কেন্দ্রকে শ্রমিকদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে শূণ্য পদে চিকিৎসকের পদকে পরিচালক পদে উন্নীত করে নিয়োগ দেয়া হবে।শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১০৫ কোটি টাকার তহবিল আছে উল্লেখ করে তিনি বলেন, আগামী তিন বছরে এই টাকা হাজার কোটি ছাড়িয়ে যাবে এবং তা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে।বুধবার সকালে ধানমন্ডিস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবাল স্টাডিজ-বিল্স কার্যালয়ে ‘শ্রম আইন, শ্রম সংক্রান্ত নীতিমালা এবং শ্রম বিষয়ক রিপোটির্ং’ শীর্ষক সাংবাদিকদের জন্য দু’দিনব্যাপী এক ওরিয়েন্টেশন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে বিল্স-এর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্যে বিলসের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান , বিল্স-এর নির্বাহী পরিষদের সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার ফেডারেশন ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী শাহ মো. আবু জাফর, বিল্স-এর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি শুক্কুর মাহমুদ, বিল্স-এর এডভোকেট অফিসার এডভোকেট নজরুল ইসলাম, সাংবাদিক আতাউর রহমান, প্রোগ্রাম অফিসার কোহিনূর মাহমুদ বক্তব্য রাখেন।
মুজিবুল হক এমপি শ্রমিক অধিকার বাস্তবায়ন এবং অধিকার লংঘণ প্রতিরোধে গণমাধ্যমকে অধিকার সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করা এবং একটি সক্রিয় কার্যক্রমে সাংবাদিকদের একটি ফোরাম করার আহবান জানান। দেশের শ্রম কল্যাণ থেকে শ্রমিকরা তেমন একটা সুযোগ-সুবিধা পাচ্ছে না। এগুলোকে আপডেট করা ও ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে বলে তিনি দাবি করেন।মন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সাধারণ শ্রমিকদের তেমন সুফল হবে না। নতুন বেতন ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়াও বেড়ে যাবে বলে মন্ত্রী শঙ্কা প্রকাশ করেন।মন্ত্রী শ্রমিকদের চিকিৎসা সহায়তার জন্য টঙ্গী ও নারায়ণগঞ্জে দু-তিন শ’ শয্যা বিশিষ্ট বিশেয়াতি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের কথা জানান।