দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মে: ১৯/০৫/২০১৫ তারিখ সোমবার রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে ভূয়া মহানগর ডিবি পুলিশের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলাউদ্দিন (৩৫) ২। মোঃ সেলিম (৩২) ৩। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ৪। মোঃ এমদাদ (৩২) ৫। নিকুল (২৭) ও মহিলা সদস্য ৬। মোছাঃ মাসুমা (২৭)।উল্লেখ্য যে, গত প্রায় ১ মাস পূর্বে অজ্ঞাতনামা ব্যক্তি চেয়ারম্যান সাধন চন্দ্র দাস এর মোবাইল ফোনে ২০০ টাকা ফ্ল্যাক্সিলোড দেয়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে সাধনকে বলে ভাই ভুলক্রমে আপনার মোবাইলে ২০০ টাকা চলে গেছে। টাকাটা ফেরৎ দিলে আমার উপকার হবে। চেয়ারম্যান টাকা ফেরৎ দেয়। পরবর্তীতে পুনরায় ৩০০ টাকা পাঠিয়ে একই কায়দায় ফেরৎ নেয়। টাকা ফেরৎ নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তি চেয়ারম্যান এর প্রশংসা করে তার বিশ্বস্থতা অর্জন করে। এভাবে তাদের মধ্যে মোবাইলে কথাবর্তার মাধ্যমে সখ্যতা গড়ে উঠে। সখ্যতার কারণে চেয়ারম্যন গত ৪/৪/১৫ তারিখ ঢাকায় আসবেন মর্মে জানালে অজ্ঞাতনামা ব্যক্তি তার গাড়ি যোগে চেয়ারম্যানকে ঢাকায় নিয়ে আসবে বলে জানায়।
কথানুযায়ী উক্ত তারিখে অজ্ঞাত ব্যক্তি কিশোরগঞ্জের বাজিতপুর থানা এলাকা হতে চেয়ারম্যনকে মাইক্রোবাসে উঠিয়ে ঢাকার বাড্ডা থানা এলাকায় নিয়ে আসে এবং ডিবি পরিচয় দিয়ে একটি বিল্ডিং এর ৫ম তলায় নিয়ে তাকে আটক করে। তার নিকট থাকা নগদ ৮ হাজার টাকা নিয়ে নেয় এবং পরে চেয়ারম্যানের স্ত্রীকে ফোন করে বিকাশের মাধ্যমে আরো ২ লক্ষ ২৫ হাজার টাকা নেয় এবং আরো ১ লক্ষ টাকা দেয়ার কথা বলে চেয়ারম্যান তাদের নিকট হতে মুক্তি পায়।গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত পুলিশের বেশভূষা ধারণ করে মিথ্যা ডিবি পরিচয় দিয়ে প্রতারণামূলক ভাবে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শণ করে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ইত্যাদি সুকৌশলে হাতিয়ে নেয়।ডিসি, ডিবি (দক্ষিণ) কৃষ্ণ পদ রায়, বিপিএম, পিপিএম এর নির্দেশনায়, এডিসি মোঃ ছানোয়ার হোসেন পিপিএম (বার) এর সাার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকী পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।