দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ০৭ মে: চট্টগ্রাম সিটি কর্পেরেশনের নব-নির্বাচিত মেয়র আজম নাসির উদ্দিন বলেছেন, বিগত মেয়রের ৭ বছরের আমলে চট্টগ্রামের উন্নয়ন-জলাবদ্ধতাসহ অবস্থা-পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রাম একসময় পরিচ্ছন্ন শহর ছিল। সময়ের বিবর্তনে গৌরব ও সৌন্দর্য্য হরিয়েছে। যত দ্রুত সম্ভব চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর শহরে পরিনিত করাই হবে আমার প্রধান দায়িত্ব।বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, প্রায় ৪১ টি ওয়ার্ডের সাধারণ মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে চরম দূর্ভোগে পড়ছেন। জলাবদ্ধতাকে দূর করা আমার প্রধান চ্যালেঞ্জ। এটা দূর করা রাতারাতি সম্ভব নয় এটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। বর্তমান সরকারের সহায়তা নিয়ে দ্রুত জলাবদ্ধাতা নিরসন করা হবে।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের সমাধী সৌধের বদীতে পুষ্পমার্ল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন চৌধুরী নাসিম, চট্টগ্রাম জেলা দক্ষিণের আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, এমপি আব্দুল লতিফ, এমপি শামচুল হক, এমপি আশিকুল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম শাহীনসহ চট্টগ্রাম ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।