Gopalganj_Photo__bg_308268829

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২ মে: গোপালগঞ্জে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে দেওয়া হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা। সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ার রাবেয়া আলী গার্লস্্ স্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে কলেজে ক্যাম্পাসে এ সেবা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে যৌথভাবে সহযোগিতা দিয়েছে বাংলাদেশ এডুকেশন এ্যান্ড টেকনলজি সোসাইটি ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন।

শনিবার বেলা ১০টার দিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্ধোধন করেন প্রধান অতিথি সিআইডি’র অতিরিক্ত আইজিপি মোঃ হেমায়েত হোসেন, পিপিএম। ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জ পলিশ সুপার মোঃ মিজানুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল আলী মোল্যা ও তাঁর সহধর্মীনি রাবেয়া বেগম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম রেজাউল হক ও কুয়েতের মুশরু আল-জারি নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফায়েজ হিয়া আল ইঞ্জি। পরে অতিথিগণ ক্যাম্পে সেবা কার্যক্রম ঘুরে দেখেন। ক্যাম্পে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আগত সহস্র্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।