DoinikBarta_দৈনিকবার্তাcourt1

দৈনিকবার্তা- ঢাকা, ১২ এপ্রিল: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কমান্ডার (অব.) এম এম রানার জামিন আবেদনের শুনানিতে অপরাগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ রোববার রানার জামিন আবেদন শুনতে রাজি হননি।আদালতে এম এম রানার পক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

পরে আদালত থেকে বেরিয়ে বশিরুল্লাহ সাংবাদিকদের জানান, এম এম রানার জামিন আবেদন উপস্থাপন করলে বেঞ্চের একজন বিচারপতি তার এ আবেদন শুনতে অপরাগতা প্রকাশ করেন।গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল থানায় দুটি মামলা করেন।৮ এপ্রিল দুই মামলায় র‌্যাবের ২৫ জন সদস্যসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

৩৫ জনের মধ্যে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফুর রহমান, এম এম রানা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন রয়েছেন। র‌্যাবের ২৫ জনের মধ্যে আটজন এখনো পলাতক। নূর হোসেন বর্তমানে ভারতের একটি কারাগারে আটক রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে ।গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়।গত ৮ এপ্রিল দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের তিন সাবেক কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এমএম রানাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আগামী ১১ মে অভিযোগপত্র আমলে নেয়া বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।