DoinikBarta_দৈনিকবার্তা_nilfamari_map_30161

দৈনিকবার্তা-নীলফামারী, ১০ এপ্রিল: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শুক্রবার হোমিও প্যাথির জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬০ তম জন্মবার্ষিক ও হোমিও প্যাথি দিবস পালিত হয়েছে। নীলফামারী হোমিও কলেজের উদ্যোগে শহরে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ ক্যাম্পাসে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক এ্যাড, মমতাজুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান উপস্থিত ছিলেন। হ্যানিম্যানের জীবনী নিয়ে বক্তৃতা করেন, কলেজ অধ্যক্ষ ডা. খন্দকার আনিছুল হক ফরহাদ, উপাধ্যক্ষ ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ আব্দুল্লাহ, ডাঃ শাওকত আলী, খন্দকার আমিরুল হক ফারুক, ডা. মনছুর আলী, ডা. আমিনুর রহমান প্রমুখ। একই অনুষ্ঠানে কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়।