DoinikBarta_দৈনিকবার্তা sn

দৈনিকবার্তা-ঢাকা, ০৬ এপ্রিল: সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি মেনে চলার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে কোনো ব্যক্তি বিশেষ যেন ছাড় না পান এমন নির্দেশনাও দেয়া হয়েছে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে থাকা এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে।চট্টগ্রামে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একটি নির্বাচনী বৈঠকে অংশ নেয়ার প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সোমবার দুপেুরে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কোনো ব্যক্তি বিশেষ যেন ছাড় না দেয় সে নির্দেশ দেয়া হয়েছে।সিটি নির্বাচন নির্দলীয় হওয়ায় নির্বাচনী আচরণবিধি অনুসারে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সম-মর্যাদার কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এছাড়া সরকারি সুবিধাভোগীদের সরকারি যান, প্রচারযন্ত্র ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে।

শাহ নেওয়াজ বলেন, প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালাতে অনুরোধ করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশও দেয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের জন্য ছাড় দেয়া হবে না।আচরণ বিধি লংঙ্ঘনের ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এখনো পর্যন্ত রিটার্নিং অফিসাররা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে সফল হয়েছেন। কোনো ব্যক্তি বিশেষের প্রতি খেয়াল না রেখে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের সবার প্রতি পদক্ষেপ নিতে তাদের নির্দেশ দেয়া হয়েছে।ঢাকা উত্তর ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তারা বলছেন, ৭ এপ্রিল থেকে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন। তবে প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, প্রার্থীদের সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এটা নির্দলীয় নির্বাচন। কোনোভাবে আচরণবিধি লঙ্ঘনের খবর পেলেই আমাদের টিম উপস্থিত হবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। এটা আপনারা দেখতে পাবেন।

তিনি আরো বলেন, উত্তরে এ পর্যন্ত ৬ প্রার্থীকে ৬০ হাজার টাকার বেশি জরিমানা করা হয়েছে। প্রায় অর্ধশতাধিকের কাছাকাছি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে ছাড় দেয়া হচ্ছে না। যারা আচরণবিধি লঙ্গন করছেন তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। অনেকেই নিজে এসে জবাব দিচ্ছেন, ক্ষমা চেয়ে যাচ্ছেন এবং প্রতিশ্র“তি দিচ্ছেন আচরণবিধি মানার।নির্বাচনী প্রচারণা শুরু হলে এইচএসসি পরীক্ষার কারণে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইক ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এই রিটার্নিং কর্মকর্তারা।উল্লেখ্য, প্রতীক বরাদ্দের আগে সীমিতি আকারে ৭ এপ্রিল থেকে প্রচারণার সুযোগ পাচ্ছে তিন সিটি নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হবে। এরপর ১০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।