শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের আয়োজনে বুধবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়ে গেল ‘এফ৮ ডেভেলপার্স কনফারেন্স’। সম্মেলনে মার্কিন এ প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বেশকিছু নতুন সেবা চালু করার ঘোষণা দিয়েছেন।
 দৈনিকবার্তা-ঢাকা, ০৫ এপ্রিল: সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, নতুন এ সেবাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমটির বর্তমান প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তন আনবে। এর ফলে ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তি ও ব্যবসাকেন্দ্রিক যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে। ফেইসবুকে আসন্ন সাতটি পরিবর্তনের তালিকা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যমটি।