বগি-লাইনচ্যুত

দৈনিকবার্তা-রাজশাহী, ২৫ মার্চ: নীলফামারী- সৈয়দপুর থেকে ছেড়ে আসা ‘বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়েছে।বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী রেল স্টেশন থেকে ২শ’ গজ দূরে এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।এ ব্যাপারে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, রাজশাহী রেল স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির পেছনে দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর রেলের নিরাপত্তা কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। তবে ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন রুটের ট্রেন চলাচলে কোনো বিঘœ ঘটবে না বলেও জানান এই কর্মকর্তা।