দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২১ মার্চ: চট্টগ্রামে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা আ জ ম নাছির উদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী৷প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেয়র প্রার্থী হিসেবে নাছির উদ্দিনের নাম চূড়ান্ত করেন৷ এই নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন চট্টগ্রামের তিনবারের মেয়র মহিউদ্দিন চৌধুরী৷ তবে শুক্রবার গণভবনে বৈঠকে শেখ হাসিনা নাছিরের নাম জানান৷
ঢাকা থেকে ফিরে আজ শনিবার চট্টগ্রাম নগরের চশমা হিলের বাসায় মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, দল করতে গেলে দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে৷ প্রার্থী হতে চেয়েছি, প্রত্যাহার করেছি৷ দলের পক্ষে তাঁকে সমর্থন দেওয়া হয়েছে৷ তাঁর পক্ষে মাঠে নেমে প্রচার-প্র্রচারণার কৌশল নির্ধারণ করব৷ শেখ হাসিনা মেয়র পদে দলের পক্ষ থেকে আ জ ম নাছির উদ্দিনের নাম চূড়ান্ত করার পর তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী৷
চট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিনের এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা ছিল৷ কিন্তু শুক্রবার গণভবনে বৈঠকে চট্টগ্রাম নগর সম্পাদক নাছিরের পক্ষে অবস্থান জানান দলীয় প্রধান শেখ হাসিনা৷ঢাকা থেকে ফেরার পর মহিউদ্দিন শনিবার নগরীর চশমা হিলের বাসায় বলেন, দলের পক্ষে তাকে (নাছির) সমর্থন রেদওয়া হয়েছে৷ তার পক্ষে মাঠে নেমে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ করব৷দুই-একদিনের মধ্যে নগর সাধারণ সম্পাদক নাছিরকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরা হবে বলেও জানান তিনি৷গণভবনের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেয়র পদে নাছিরকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলীয় নেতাদের নির্দেশ দেন৷
মহিউদ্দিন ছাড়াও মেয়র পদে আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রার্থী হতে চেয়েছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক সংসদ নুরুল ইসলাম বিএসসি৷দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন জানিয়ে মহিউদ্দিন বলেন, দল করতে গেলে দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে৷ প্রার্থী হতে চেয়েছি, প্রত্যাহার করেছি৷আমরাই জয়ী হব৷ আপনারা আ জ ম নাছিরকে ভোট দেবেন, নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি৷
টানা তিনবার নির্বাচিত মহিউদ্দিনকে হারিয়ে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির এম মঞ্জুর আলম৷ এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত নয়৷ বিএনপির বিষয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বলেন, নির্বাচনে অংশ নেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই৷ তারা জনগণকে অনেক ভাঁওতা দিয়েছে৷ জনগণ অতিষ্ঠ৷ জঙ্গিবাদী অবস্থা থেকে সরে নির্বাচনে আসতে হবে৷
বিএনপির অংশ নিলেও দলের প্রার্থীর বিজয়ে আশাবাদী আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাচনে জয়-পরাজয় রয়েছে৷ তবে আমরা জয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি৷এছাড়া আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রামেও নির্বাচন হবে৷ এখন প্রার্থীরা মনোনয়নপত্র কিনছেন, যা চলবে ২৯ মার্চ পর্যন্ত৷ এদিকে, মায়ের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন৷ মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে শনিবার সকালে চট্টগ্রামে ফেরেন আ জ ম নাছির উদ্দিন৷ নভো এয়ারের একটি বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আনর্্তজাতিক বিমানবন্দরে আসার সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান৷
এরপর আ জ ম নাছির উদ্দিন নগরীর আন্দরকিল্লায় নিজ বাসায় ফেরেন৷সেখানে মাকে সালাম করে দোয়া নেন প্রথমবারের মত কোন বড় নির্বাচনের ময়দানে আসা এই নেতা৷এসময় উপস্থিত সাংবাদিকদের আ জ ম নাছির উদ্দিন তাকে মনোনয়ন দেয়ার বিষয়ে বলেন, নেত্রী (প্রধানমন্ত্রী) বিগত দুই বছর ধরে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করেছেন৷ মিডিয়ার রিপোর্ট দেখেছেন৷ প্রশাসনিক রিপোর্টও তিনি দেখেছেন, বিশ্লেষণ করেছেন৷ এরপর নেত্রী কেন আমাকে মনোনয়ন দিচ্ছেন সেটা বৈঠকে ব্যাখা দিয়েছেন৷
নাছির বলেন, আমি স্কুলজীবন থেকে রাজনীতি করি৷ যখন আমি রাজনীতির মঞ্চে থাকি তখন আমি নেতা৷ কিন্তু মঞ্চ থেকে নামলেই আমি সাধারণ মানুষ৷ আমি সবসময় সাধারণ মানুষের কাতারে থেকেছি৷ সুখে-দু:খে, বিপদে-আপদে সবসময় আমি তাদের পাশে থেকেছি৷ ভবিষ্যতে আমি বড় কিছু হব এটা ভেবে আমি কখনও সাধারণ মানুষের পাশে যাইনি৷
তিনি বলেন, মানুষের সেবার করার জন্য আমি সবার সহযোগিতা চাই৷ আমাকে যেন মানুষের সেবার সুযোগ দেয়া হয়৷আ জ ম নাছির উদ্দিনের এসব বক্তব্যের বিষয় জানিয়ে তার মিডিয়া সহকারি উজ্জ্বল দত্ত জানান, প্রথম দিনের কর্মসূচী হিসেবে তিনি প্রথমে শাহ আমানতের মাজার জেয়ারত করবেন৷ এরপর এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম এ মান্নানসহ প্রয়াত নেতাদের কবর জেয়ারত করবেন৷ এছাড়া এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ শীর্ষ নেতাদের বাসায় যাবার পরিকল্পনাও আছে আ জ ম নাছিরের৷২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে৷