image_23842_0_48909

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ মার্চ: স্পিকার এবং সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে আর্থ-সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে নারীর বাঁধাহীন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।তিনি বলেন, নারীর রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত হয়।নিউইয়র্কের ইউ এন ওয়ান হোটেলে কমনওয়েলথ জেন্ডার প্ল্যান অব একশন মনিটরিং গ্র“প (সিজিপিএমজি) এর ১৩ তম বৈঠকে সিপিএ চেয়ারপার্সন হিসেবে বক্তৃতাকালে শনিবার তিনি একথা বলেন।

তিনি বলেন, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। উন্নয়নের বিভিন্ন সূচকে যথেষ্ট অগ্রগতি সাধিত হলেও কমনওয়েলথভূক্ত সব দেশ থেকে দারিদ্র দূরীকরণ, মাতৃ মৃত্যুরোধ, সম্পদ বন্টনে নারী পুরুষের সমতা সকল ক্ষেত্রে সমতাভিত্তিক উন্নয়ন আজও নিশ্চিত হয়নি। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা, দারিদ্র দূরীকরণ, মাতৃ মৃত্যু হার হ্রাসে সিপিএ কাজ করে যা”েছ। উন্নয়নের সকল সূচকে উন্নয়ন অগ্রগতিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সংসদ সদস্যদের কাজ করার অনেক সুযোগ রয়েছে।

স্পিকার নারীর সমতা ভিত্তিক উন্নয়নকে এগিয়ে নিতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পুরুষের পাশাপাশি নারী সংসদ সদস্যদের আরও এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে নারী উন্নয়নকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে।