দৈনিকবার্তা-ঢাকা, ১৫ ফেব্রুয়ারি: ২০১৫-এর সদ্য বইমেলায় কথিত অখ্যাত ‘রোদেলা’ প্রকাশনী থেকে হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি চরম অবমাননাকর ও ঔদ্ধত্যপূর্ণ ‘নবি মুহাম্মদের ২৩ বছর’ শীর্ষক বই প্রকাশের ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী রোববার এক যুক্তবিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, দেশের ক্ষুদ্র একটি ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদী গোষ্ঠী কর্তৃক পৃষ্ঠপোষিত ‘রোদেলা’ নামক কথিত এক অখ্যাত প্রকাশনী এবারের ২০১৫-এর বইমেলায় সমগ্র মুসলিম বিশ্বের হৃদয়ের স্পন্দন ও তৌহিদি জনতার প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ‘নবি মুহম্মদের ২৩ বছর’ শীর্ষক চরম অবমাননাকর ও অমর্যাদাকর বই প্রকাশ করেছে। এই বইটির পরতে পরতে মহান আল্লাহ তা’আলা, রাসূল (সা.) ও তাঁর পবিত্র জীবন সম্পর্কে অসত্য, বিভ্রান্তিকর ও ধৃষ্টতাপূর্ণ মিথ্যাচার করা হয়েছে। বইটির লেখক কুখ্যাত ইসলামবিদ্বেষী নাস্তিক আলী দস্তি।
হেফাজত নেতৃদ্বয় বলেন, পবিত্র আসমানী কিতাব কোরআনুল করীম আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাযিল হয়েছে, অথচ এই চিরন্তন সত্যের বিরুদ্ধে চরম স্পর্ধামূলক উক্তি উচ্চারণ করে বইটিতে বলা হয়েছে যে, কোরআন নাকি হযরত মুহাম্মদ (সা.)-এর মস্তিষ্ক উদ্ভূত একটি সাধারণ কিতাব এবং এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি বলে দাবি করা হয়েছে (নাউযুবিল্লাহ)।
হেফাজত নেতৃদ্বয় আরো বলেন, পবিত্র মিরাজের ঘটনাকে বানোয়াট বলে মন্তব্য করা হয়েছে এবং হযরত মুহাম্মদ (সা.)-এর সম্মানিতা স্ত্রী ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-এর চরিত্র সম্পর্কে মিথ্যাচারপূর্বক চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে। সদ্য বইমেলায় মহানবী (সা.)-এর প্রতি অবমননাকর বই প্রকাশ করার মধ্য দিয়ে লক্ষণীয় যে, এতদিন ধরে গর্তে লুকায়িত এদেশের ক্ষুদ্র সেই ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদী দুষ্টচক্রীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু আমরা হুঁশিয়ার করে বলতে চাই, হেফাজতে ইসলাম শেষ হয়ে যায়নি। এদেশে যতদিন ইসলাম ও তৌহিদি জনতার ঈমান-আক্বিদাকে বিপন্ন করার অপতৎপরতা চলবে, ততদিন হেফাজতে ইসলাম বাংলাদেশ তার শেষ রক্তবিন্দুর বিনিময়ে হলেও ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদী গোষ্ঠীর সকল অপতৎপরতা রুখে দিবে ইনশাআল্লাহ।
হেফাজত নেতৃদ্বয় বলেন, এই জঘন্য খোদাদ্রোহী বই প্রকাশের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, অবিলম্বে সরকার কর্তৃক এই বই বাজেয়াপ্ত করতে হবে এবং এই বইয়ের প্রকাশক রোদেলা প্রকাশনীকে নিষিদ্ধ করতে হবে। শুধু তা-ই নয়, এই বই প্রকাশের নেপথ্য ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদী দুষ্টচক্রকে তদন্তের মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদী গোষ্ঠীকে প্রতিহত করতে বাংলার তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচী দিয়ে মাঠে নামতে বাধ্য হবে।