বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই
লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল দশটায় বাগেরহাট জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি , আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সম্মানিত এবং বিজ্ঞ বিচারক মহোদয়,বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়, বিভিন্ন আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,, ‌অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জনের প্রতিনিধি সহ সরকারি বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা -কর্মচারীগণ, জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ জি.পি, বিজ্ঞ পি.পি, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান , বিভিন্ন এনজিওসহ আদালতে আগত বিচারপার্থী জনগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আড়ম্ভরপূর্ন ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য নিরলস ভাবে কাজ করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম। তার একান্তিক প্রচেষ্টায় ও সকলের সহযোগীতায় অনুষ্ঠান টি সকলের দৃষ্টিনন্দন হয়েছে।আলোচনা সভায় বক্তারা বলেন, বাগেরহাট জেলা লিগ্যাল এইড অফিসের জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিমের হাত ধরে আইন ও বিচার প্রাথী জনগন আলোর পথ ফিরে পাবে এবং এই অফিসের কার্যক্রম বাংলাদেশের মধ্যে এক অনন্য নজির সৃষ্টি হবে |