মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নে সাহরাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পুলিশের সরকারি কাজে বাধা দেয়ায় আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক।

মঙ্গলবার(২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অর্থদন্ড প্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলার চান্দহর ইউনিয়নের বাগুলী গ্রামের সামছুল হকের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।