আমিরাত বিএনপির সদস্য ও দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হল মঞ্জুর শ্রব্দেয় পিতা জনাব আলহাজ্ব আব্দুল শুক্কুর একজন পরোপকারী ও ভাল মানোষ ছিলেন। তিনি ডান পন্থি একজিন সমাজসেবক ছিলেন। সমাজ বিনির্মানে উনার যথেষ্ট পজেটিভ ভুউমিকা ছিলে বলে জানিয়েছেন বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুবাই ইন্টারন্যাশনাল সিটিস্থ নাহিদ আল মদিনা রেস্টুরেন্টে হলে দোয়া মাহফিলের আয়োজকেরা। দুবাই আল আবির বিএনপি সভাপতি হাসেম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আরিফ তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মন্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল কনস্ট্রাকটর,যুগ্ম আহ্বায়ক আজিম তালুকদার, সিনিয়র সদস্য শহীদুল্লাহ শহীদ,এরশাদ টিকাদার ,সদস্য মুহাম্মদ মোস্তফা,দিদার,ইলিয়াসসহ আরোও অনেকেই

এছাড়া আরোও উপস্থিত ছিলেন আল আবির বিএনপির সিনিয়র সহ সভাপতি কায়ছার,সহ-সভাপতি মহিউদ্দীন,তৌহিদুল আলম ,মাহবুব তালুকদার,ওসমান,মুহাম্মদ ইসমাইল,ইয়াহিয়া, হাজী নূর নবী, মুহাম্মদ মান্নান,সাংগঠনিক সম্পাদক আব্দুল সত্তার,যুগ্ম সম্পাদক শহিদুল আলম মামুন, দেলোওয়ার হোসেন,দেরা সিটি বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম,সবুজ,মুহাম্মদ হেলাল,মোঃ হাসান,কাজী সুমনসহ আল আবীর বিএনপির অসংখ্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

পরে মরহুমের রুহে আত্মার মাগফিরাত কামনায় মিলাদ কিরাম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনটির ধর্মীয় সম্পাদক মাওলানা মোহাম্মদ সৈয়দুল ইসলাম নূরী।