মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছে শহীদ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

বুধবার সকালে সংগঠনের সভাপতি মিহির স্মৃতি চাকমা স্বপন ও  সাধারণ সম্পাদক আশরাফ আলীর নেতৃত্বে  সংগঠনের সদস্যরা এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এ সময় সংগঠনের সভাপতি মিহির স্মৃতি চাকমা ও সাধারণ সম্পাদক আশরাফ আলী জানান এই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পন্থী একটি সংগঠন। সংগঠনের সদস্যরা আগামীতে বিএনপি’র মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জেটানোর জন্য কাজ করবে।
এজন্য তারা সকলের সহযোগীতা কামনা করেছেন।