দৈনিকবার্তা-ঢাকা,২৮ ডিসেম্বর: গায়ের জোরে আর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন আদায়ের চেষ্টায় কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনডেনটিং এজেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত বেস্ট ইনডেনটর’স পুরস্কার-২০১৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ তোফায়েল আহমেদ বলেন, ২০১৯ সালের আগে কোনভাবেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়৷
তিনি আরো বলেন, অর্থনীতিসহ সবদিক দিয়ে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখনই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে৷বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক সব সূচকে পাকিসত্মানের থেকে এগিয়ে গেছে বাংলাদেশ৷অনেক ৰেত্রে ভারতকে বাংলাদেশ পেছনে ফেলে দিয়েছে৷
তিনি বলেন, শূন্য হাতে যাত্রা শুরু করে বাংলাদেশের রপ্তানি এখন ৩০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার, ব্যাংকে রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের বেশি, রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে৷ বাংলাদেশের সকল অর্থনৈতিক সূচক উর্ধ্বগামী৷ দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে, মানুষের জীবন যাত্রান মান উন্নত হয়েছে৷ মন্ত্রী বলেন, দেশের সেবা খাতে অভুতপূর্ব উন্নতি হয়েছে৷ বাংলাদেশ ইনডেনটিং এজেন্ট এসোসিয়েশন সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে তিনি উলেস্নখ করেন৷
তোফায়েল আহমেদ বলেন, বিগত জাতীয় নির্বাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা বিরাজ করছে৷ দেশের ব্যবসায়ীরা শানত্মিপূর্ণ পরিবেশে ব্যবসা-বাণিজ্য করছে৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করেছে৷
তিনি বলেন, ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি৷ ব্যবসায়িদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দিয়ে যাচেছ সরকার৷ ফলে দেশের অর্থনীতি দ্রম্নত এগিয়ে যাচ্ছে৷ সারা বিশ্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সংবাদ পরিবেশিত হচ্ছে৷ অর্থনৈতিক বিষয়ে সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান সমুহ বাংলাদেশের অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবার তথ্য দিয়ে যাচেছ৷ বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়৷
বাংলাদেশ ইনডেনটিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কে এম এইচ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে মন্ত্রী বেষ্ট ইনডেনটরস এ্যাওয়ার্ড প্রাপ্ত দ্বীপক কুমার বড়াল, মো. নূরম্নজ্জামান, সুনন্দা দেব এবং কাজী আব্দুস সালামের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন৷