দৈনিকবার্তা-ঢাকা, ২৮নভেম্বর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল৷এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ঢাকা সফরে আসা বিসওয়াল সন্ধ্যা ৬টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় প্রবেশ করেন৷
শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়, তা শেষ হয় সোয়া সাতটার দিকে৷এর আগেই সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন ওবামা প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূত এই সহকারী মন্ত্রী৷খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন৷
দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার অগ্রগতি ধরে রাখতে এই অঞ্চলে গণতন্ত্র সুদৃঢ় করার উপর জোর দিয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল৷ শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে এ মত দিয়েছেন নিশা৷ অন্যদিকে দক্ষিণ এশীয্#২৪৯২; আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) উন্নয়নে ওই সংস্থার পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন বেগম জিয়া৷
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরে এসব কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী৷ বৈঠকের বিষয়ে মবিন বলেন, বেগম খালেদা জিয়া ও নিশা দেশাই বিসওয়ালের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী বৈঠক হয়েছে৷ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে৷মবিন বলেন, খালেদা জিয়া নিশাকে বলেছেন, বিএনপি সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল সে সম্পর্ক কীভাবে আরো সুদৃঢ় করা যায় সেদিকে দৃষ্টি দিতে হবে৷
শনিবার দুপুরে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক করবেন বিসওয়াল৷ নির্বাচনের আগে গত বছরের ১৬ নভেম্বর নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে প্রথমবারের মতো ঢাকায় এসে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন বিসওয়াল৷ বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্য দিয়ে ওই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে৷
উল্লেখ্য, নিশা দেশাই বিসওয়াল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসছেন৷ ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারত, নেপাল, বাংলাদেশ, উজবেকিস্তান ও সুইজারল্যান্ডে সফরসূচি রয়েছে তার৷ তারই অংশ হিসেবে নিশার এই ঢাকা সফর৷ শনিবার তিনি ঢাকা ত্যাগ করবেন৷