বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জসিম উদ্দিন শাহীন (৪২) নামে এক প্রভাষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ জুন) সকালে বাগেরহাট পিবিআই এর এসআই গুরুদাস মন্ডল এ মামলার স্বাক্ষ গ্রহন করেন।
এর আগে গত (৬ জুন) দুপুরে বিজ্ঞ সাইবার ট্রাইবুনালে বিচারক কনিকা বিশ্বাসের আদালতে মামলাটি দায়ের করেন এনায়েত করিম রাজীব নামে মোরেলগঞ্জ উপজেলায় কর্মরত এক সাংবাদিক। মামলায় এক মাত্র আসামী করা হয়েছে মোরেলগঞ্জ সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের মৃত ইউনুস আলী হাওলাদারের ছেলে জসিম উদ্দিন ওরফে শাহীনকে।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মোমিনুল ইসলাম জানান, আসামী তার নিজ ফেজবুক আইডি দিয়ে মামলার বাদী সাংবাদিক এনায়েত করিম রাজীবের প্রোফাইলের স্কিন সর্ট দিয়ে বাজে মন্তব্য করে। আসামী উল্লেখ করে, এ আইডি ব্যবহারকারী একজন দাগী আসামী ও তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় ও আদালতসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে বলে প্রোফাইলে উল্লেখ করে। এতে মামলার বাদীর মান সন্মান ক্ষুন্ন করেছে ও সামাজিক ভাবে তাকে হেয় করা হয়েছে।। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই বাগেরহাটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে মামলার বাদী এনায়েত করিম রাজীব বলেন, মোরেলগঞ্জ সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জসিম উদ্দিন ওরফে শাহীন ব্যক্তিগত আক্রসে আমাকে সামাজিক ভাবে হেয় করবার জন্য ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা অসত্য তথ্য দিয়ে আমার সন্মানহানী করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।