দৈনিকবার্তা-ঢাকা, ১৪ নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মায়ানমারের সংস্কার অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবং এতে কোন ব্যত্যয় ঘটলে চলবে না৷ শুক্রবার মায়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সুকির সঙ্গে তার ইয়াংগুনের বাসভবনে বৈঠকের পর ওবামা এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন৷
মার্কিন প্রেসিডেন্ট মায়ানমারে একটি অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠানের আহবান জানিয়েছেন৷ দেশটিতে আগামী বছর নির্বাচন হওয়ার কথা রয়েছে৷ এতে সুকি ও তার দল অংশ নিতে পারে ৷ বিরোধী নেতা সুকি মায়ানমারের সংস্কার প্রক্রিয়ায় ‘আশাবাদ ও নিরাশাবাদের মধ্যে একটি যথোপযুক্ত ভারসাম্য’ সৃষ্টির আহবান জানিয়েছেন৷
এর আগে বৃহস্পতিবার নাইপিডোতে ওবামা মায়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেন৷ এ সময় তিনি জেনারেল থেকে রাজনীতিবিদ হওয়া এ নেতার অধীনে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে সতর্ক আশাবাদ ব্যক্ত করেন৷