দৈনিকবার্তা-ঢাকা, ৫নভেম্বর: মানবতাবিরোধী অপরাধী মীর কাশেম আলী ও কামারুজ্জামানের রায়ের প্রতিবাদে জামাতের ঢাকা টানা ৪৮ ঘন্টার হরতাল চলছে৷বুধবার সকাল ৬টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ঢিলেঢালাভাবে হরতাল চলছে৷ হরতাল চলবে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত৷আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে৷
রাজধানীর কোথাও এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি৷ রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে৷ অফিসগামী লোকজন ও শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে৷তবে ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি৷ লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷
এদিকে, নাশকতার আশঙ্কায় নোয়াখালী থেকে ২৭, নড়াইলে ১৪ ও রংপুর থেকে ৮ জামাত-শিবিরকর্মী আটক করা হয়েছে৷জামায়াতে ইসলামীর ডাকা ৩য় দফায় ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন জনগণ সাড়া দেয়নি৷ জনজীবনে এর কোনো প্রভাবও পড়েনি৷বুধবারের ৩য় দফা প্রথম দিনের হরতালে রাজধানীতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের কোন তত্পরতা দেখা যায়নি৷রাজধানী ঢাকাসহ সারাদেশে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে৷হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম স্বাভাবিক ছিল৷ কোথাও – কোথাও স্কুল-কলেজও খোলা ছিল৷হরতাল চলাকালে কিছু বিচিছন্ন ঘটনা ছাড়া দেশের কোথাও বড় ধরনের কোন বিশৃঙ্খল ঘটনার সংবাদ পাওয়া যায়নি ৷
এ হরতালে রাজধানীর জন-জীবনে তেমন প্রভাব পড়েনি৷ বুধবার সকাল থেকে নগরীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল৷পুলিশ জানায়, হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়৷ সকাল থেকেই বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল৷ তবে যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম ছিল৷সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও সব রুটে যান চলাচল করেছে৷ রাজধানীর মালিবাগ, পল্টন ফার্মগেট প্রভৃতি এলাকায়ও যানজট লক্ষ্য করা গেছে৷
মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরম্নদ্ধে আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দেয়া ফাসির রায় গত সোমবার সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় জামায়াতে ইসলামী -এর প্রতিবাদে এ হরতাল আহ্বান করে৷
এর আগেরদিন রোববার আনত্মর্জাতক অপরাধ ট্রাইবুনাল মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরম্নদ্ধে ফাঁসির রায় দেয়ায় তারা বৃহস্পতিবার হরতাল কর্মসূচি ঘোষণা করে৷
নিজামীসহ এ দলের ৩ নেতার ফাসির রায়কে ঘিরে গত সপ্তাহে একদিন এবং চলতি সপ্তাহের ৪দিন হরতালের কর্মসূচি দেয় জামায়াত৷এর আগে দলের আমির মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজার রায়ে বৃহস্পতি, রবি ও সোম- এই তিন দিন হরতাল পালন করে জামায়াত৷জামায়াতের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন জনজীবনে তেমন প্রভাব পড়েনি৷ জামায়াতের নেতা-কর্মীদের কোথাও মাঠে নামতে দেখা যায়নি৷অপরদিকে হরতাল প্রত্যাখান করে দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগসহ রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনগুলো৷ জনগণের যানমালের নিরাপত্তা দেয়া এবং যেকোন ধরণের নাশকতা ঠেকাতে দেশব্যাপী পুলিশ, র্যাব বিজিবিসহ আইনশৃংখলা বাহিনী তত্পর ছিল৷
বরিশাল :মহানগরীতে হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে৷ রাজপথে কোন হরতাল সমর্থনকারীকে দেখা যায়নি, কোন পিকেটিংও হয়নি৷ এর আগে গত রাতে নাশকতার অভিযোগে বাবুগঞ্জে ৪ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ৷
যান চলাচল স্বাভাবিক ছিল৷ সকাল থেকে অভ্যনত্মরীণ রম্নট রম্নপাতলী থেকে কেবল খুলনা ব্যতীত ২১টি রম্নটে বাস চলাচল করেছে৷ নৌ-বন্দরে লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে৷ দোকান-পাট খুলেছে, অফিস আদালত, ব্যাংক বীমা এবং স্কুল কলেজ যথারীতি চলেছে৷হরতাল প্রত্যাখ্যান করে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো মিছিল সমাবেশ করেছে৷
রাজশাহী : জামায়াতের ডাকা হরতালে মহানগরীর জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি৷ দুরপাল্লার যানবাহন ছাড়া অভ্যনত্মরীন সকল যান চলাচল স্বাভাবিক ছিল৷ দোকানপাট, অফিস আদালত ও ব্যাংক বীমায় স্বাভাবিক কার্যক্রম চলেছে৷সিলেট : মহানগরীতে জামায়াতের ডাকা হরতালে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি৷ দূরপাল্লার যানবাহন ছাড়া অভ্যনত্মরীন সকল যান চলাচল স্বাভাবিক ছিল৷ দোকানপাট, অফিস আদালত ও ব্যাংক বীমায় স্বাভাবিক কার্যক্রম চলেছে৷
মহানগরীতে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ৷ নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরম্ন হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় কোর্ট পয়েন্টে এসে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়৷মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সমাবেশে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন৷
রংপুর : মহানগরীতে হরতালে জনজীবন স্বাভাবিক ছিল৷ রাজপথে কোন হরতাল সমর্থনকারীকে দেখা যায়নি, কোন পিকেটিং কিংবা মিছিল হয়নি৷ যান চলাচল স্বাভাবিক ছিল৷ দোকান-পাট খুলেছে, অফিস আদালত, ব্যাংক বীমা এবং স্কুল কলেজ যথারীতি চলেছে৷
জামাত শিবিরের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, নগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সাফি ও সাধারণ সম্পাদক তুষার কানত্মি মন্ডলের নেতৃত্বে জেলা ও নগর আওয়ামী লীগ মিছিল-সমাবেশ করেছে৷
রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত আওয়ামী কাউন্সিলর পরিষদ হরতাল বিরোধী বিৰোভ মিছিল ও পথ সভা করে৷কাউন্সিলর পরিষদের আহবায়ক ইদ্রিস আলী ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম তোতার নেতৃত্বে সিটি কর্পোরেশনের কাউন্সিলররা নগরীতে মিছিল ও সমাবেশ করেছে৷ এছাড়া জেলা ও নগর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বে”ছাসেবক লীগ হরতাল প্রত্যাখ্যান করে মিছিল ও সমাবেশ করেছে৷
চট্টগ্রাম : নগরীতে হরতালে জনজীবনে তেমন কোন প্রভাব লক্ষ্য করা যায়নি৷ নগরীতে যান চলাচল স্বাভাবিক ছিল৷ দোকান-পাট খুলেছে, অফিস আদালত, ব্যাংক বীমা এবং স্কুল কলেজ যথারীতি চলেছে৷
হরতাল প্রত্যাখ্যান নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশ করেছে৷হরতালে নাশকতার অভিযোগ নগরীর বাকুলিয়াতে ১ শিবির নেতাসহ ৫জনকে আটক করেছে পুলিশ৷
লালমনিরহাট সংবাদদাতা জানান, জেলায় জনগণ জামায়াত শিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে৷ হরতাল সাধারণ মানুষের জীবনে তেমন কোন প্রভাব ফেলতে পারেনি৷ ট্রেনসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক ছিল৷ স্কুল, কলেজ, অফিস, আদালত, হাট বাজার, ব্যাংক, বীমা, সুপারমার্কেট সব কিছু খোলা ছিল৷
লালমনিরহাটে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী জনতা জামায়াত শিবির প্রতিহত করার ঘোষণা দিয়েছে৷ যুদ্ধাপরাধীদের বাঁচাতে যেকোন কর্মসূচি তারা প্রতিহত করবে৷ মুক্তিযোদ্ধা আবু বক্কর জানান, ৭১’র পরাজিত শত্রম্নদের ফাঁসি কেউ ঠেকাতে পারবে না৷
কুড়িগ্রাম সংবাদদাতা জানান, হরতাল প্রত্যাখ্যান করে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো৷জেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ও সাবেক এমপি জাফর আলীর নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়৷
নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, জামায়াতের ডাকা হরতালে নারায়নগঞ্জের জনজীবন স্বাভাবিক ছিল৷ নগরীর স্কুল কলেজসহ সব ধরনের শিৰা প্রতিষ্ঠান খোলা ছিল৷ বাস ট্রাকসহ সকল ধরনের যানবাহন চলাচল করেছে৷ ট্রেন চলাচল স্বাভাবিক ছিল৷নারায়ণগঞ্জের কোথাও জামাত-শিবিরের কোন তত্পরতা দেখা যায়নি৷ জেলার বিশেষ শাখার প্রধান নাসির আহমেদ বাসস’কে জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে বন্দর থানা ও রূপগঞ্জ থানা পুলিশ দুই শিবির কমর্ীকে গ্রেফতার করেছে৷
নওগাঁ সংবাদদাতা জানান, হরতালে নওগাঁয় কোনরকম প্রভাব পড়েনি৷ সকাল থেকেই নওগাঁ শহরে রিঙ্া, রিঙ্াভ্যান, অটোরিঙ্া, সাইকেল, মটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল করেছে৷ শহরের অধিকাংশ দোকানপাট ও স্কুল কলেজ খোলা ছিল৷নওগাঁ শহরে হরতাল আহবানকারী সংগঠনের কোনরকম পিকেটিং লক্ষ্য করা যায়নি৷
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ডাকা হরতাল আজ পালিত হয়নি৷ হরতালের সমর্থনে জামাত শিবিরকে কোন মিছিল পিকেটিং করতেও দেখা যায়নি৷ অফিস, আদালত, শিৰা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমাসহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল৷ দূর পালস্নার যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল৷এদিকে হরতালে নাশকতার আশংকায় জেলা জামায়াতে ইসলামীর রোকনসহ ১৪ জামাত নেতাকমর্ীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
শরীয়তপুর সংবাদদাতা জানান, শরীয়তপুরে হরতালের প্রভাব পড়েনি৷ হরতালের কারণে একমাত্র দুরপালস্ন্লার যানবহন চলাচল করেনি৷ তবে অন্যান্য যানবহন চলাচল স্বাভাবিক ছিল৷ শহরে স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যা্ংক-বীমা খোলা ছিল৷
ফেনী : ফেনীতে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতাল গতকাল বুধবার দুপুর ১টা পর্যন্ত শিথিল করেছে৷ পীরে কামেল মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর মৃতু্যতে ৪৮ ঘন্টা হরতালের প্রথম ৭ ঘন্টা শিথিল করেছে ফেনী জেলা জামায়াত৷ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এ.কে.এম সামছুদ্দিন জানান, ফেনী শহরের মহিপাল এলাকার প্রখ্যাত আলেম পীরে কামেল মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর মৃতু্যতে তার জানাযায় ভক্তরা অংশ গ্রহনের জন্য ফেনী সদর উপজেলায় জামায়াতের ডাকা হরতাল দুপুর ১টা পর্যন্ত শিথিল করা হয়েছে৷ ১টা পর থেকে টানা ৪১ ঘন্টার হরতাল পালন করবে জামায়াত৷ শুধু সদর উপজেলা ছাড়া পুরো জেলায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত বুধবার সকাল থেকে ৪৮ ঘন্টার হরতাল পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী৷
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পীরে কামেল মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী মারা যায়৷ গতকাল বুধবার বেলা ১১টায় মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গন সংলগ্ন দরবার শরীফের সামনে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে৷